Haylou TWS GT1 Pro Review in Bangla.

প্রোডাক্টের নামHaylou TWS GT1 PRO
ব্র্যান্ড এর নাম Haylou
মডেল নম্বরGT1 PRO
ভার্সনBT 5.0
প্রোডাক্টের রংকালো
উৎপাদনকারী দেশChaina
ব্যবহার পোর্টেবল মিডিয়া প্লেয়ার, মোবাইল ফোন, কম্পিউটার, গেমিং, স্পোর্টস, ট্রাভেল, প্রফেশনাল
কন্ট্রোল বাটন আছে
অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনআছে
ফাংশনওয়াটার প্রুফ, নয়েজ ক্যান্সলেইং, মাইক্রোফোন
ওয়াটার প্রুফ স্ট্যান্ডার্ডIPX-5
সংবেদনশীলতা110±5dB
তারবিহীন?হ্যাঁ
ভলিউম কন্ট্রোলআছে
ব্যাটারি ক্যাপাসিটি (charging case)800mAh
মিউজিক বাজবে১৫ ঘণ্টা
ব্যাটারি ক্যাপাসিটি (ইয়ারফোন)43mAh
চার্জ কত সময় লাগে (Case)প্রায় ২ ঘণ্টা
চার্জ হতে সময় লাগে (ইয়ারফোন)প্রায় ২ ঘণ্টা
ব্যবহারবিহীন চার্জ থাকবে১২০ ঘণ্টা
কমিউনিকেশনতারবিহীন
স্টাইলইন-ইয়ার
টাচ কন্ট্রোলআছে
ব্যাটারি ডিসপ্লে সিস্টেমআছে
সাউন্ড কোয়ালিটি সলিড
সং সুইচসাপোর্টেড
Haylou TWS GT1 Pro

Haylou TWS GT1 Pro এই ব্লুটুথ ডিভাইস টি Daraz অনলাইন শপে পাবেন মাত্র ১৪৩৯ টাকায়। ডিভাইসটিতে 800mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা প্রায় ২৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এর কন্ট্রোলিং সিস্টেম সম্পূর্ণ টাচ। অতিরিক্ত সুরক্ষার জন্য শক্তিশালী ম্যাগনেটিক কেস লিড ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যাটারি লাইফ দেখার জন্য Case এর সাথে ব্যাটারি ডিসপ্লে যুক্ত করা হয়েছে।

একটি Earbuds এর ওজন মাত্র 3.9g (গ্রাম)। যা ডিভাইসটির বহনযোগ্য এবং অদৃশ্য ক্ষমতা অনেকগুণ বাড়িয়েছে।

ডিভাইসটিতে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং ডুয়াল মাইক নয়েজ আইসলেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। যা স্পষ্ট কথা শোনাতে এবং অপরের কাছে পৌঁছাতে সাহায্য করে।

আরও পড়ুন,

Lenovo LP1 TWS সম্পূর্ণ রিভিউ। বাজেটের বেস্ট TWS.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।